রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচদিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, শীতের আমেজ থাকলেও তা স্থায়ী হবে না—তাপমাত্রা ধীরে ধীরে আবার বাড়বে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী-সোমবার (১০ নভেম্বর) সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকবে, আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (১১ নভেম্বর): একই প্রবণতা বজায় থাকবে; রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি কমতে পারে। বুধবার (১২ নভেম্বর) তাপমাত্রা স্থিতিশীল থাকবে, দিন সামান্য শীতল হতে পারে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে; তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। শুক্রবার (১৪ নভেম্বর): আকাশ আংশিক মেঘলা থাকবে; রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, ফলে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত শীত তেমনভাবে স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

Share.
Exit mobile version