ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিস্তা নদী অঞ্চলের মানুষের ভোগান্তি লাঘবে চীন বাংলাদেশ সরকারের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর তীব্র ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সবসময় সহযোগিতা করে আসছে। তিস্তা নদী অববাহিকার মানুষের সমস্যাগুলোকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। এই সরেজমিন পরিদর্শন ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, রোববার সন্ধ্যায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রংপুরে পৌঁছান। সেখানে তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত শেষ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় বেইজিং সরকারের অব্যাহত সমর্থন থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version