ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ আজ রাতে বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেওয়া হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হতে পারে।

গত ৩ অক্টোবর তিনি রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। হৃদ্‌যন্ত্রে রিং পরানো হলেও অবস্থার উন্নতি হয়নি। লাইফ সাপোর্টে নেওয়ার পর আজ বিকেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেট শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ মনজুরুল ইসলাম। ১৯৯৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম ও শামসুর রাহমানের সাহিত্যকর্ম নিয়ে তাঁর উল্লেখযোগ্য গবেষণা রয়েছে।

শিক্ষাজীবন শেষে তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেন এবং অবসরের পর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে অধ্যাপক হিসেবে যোগ দেন।

Share.
Exit mobile version