হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা রোববার (২৮ অক্টোবর) থেকে শুরু হওয়ায় দেশবাসীর উদ্দেশে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। আমি দেশের হিন্দু সম্প্রদায়কে এই উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানাই।’

তারেক রহমান আরও বলেন, ‘দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যার যার ধর্মের প্রতি সম্মান দেখিয়ে উৎসব পালন করছেন। এটি বাংলাদেশের আবহমানকালীন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য্য।’

তিনি বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে আমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব ফুটে ওঠে। আমাদের রাষ্ট্র এবং সংবিধান সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে। দেশের নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করাই স্বাভাবিক।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন, ‘শারদীয় উৎসবকে ঘিরে কোনো সাম্প্রদায়িক পরিস্থিতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার চেষ্টা কেউ যেন করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকুন।’

তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আপনারা উৎসব আনন্দ উদযাপন করুন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’

শেষে তারেক রহমান বলেন, ‘আমার এবং আমাদের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।’

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version