দেশের পুঁজিবাজারের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়ম (রুলস) প্রণয়ন হওয়ার অপেক্ষায় না থেকে আগেভাগেই বাস্তবসম্মত সমাধান বের করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তাঁর মতে, বিভিন্ন কাঠামোগত জটিলতার কারণে অনেক ভালো কোম্পানি এখনো বাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী নয়।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আয়োজিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ বিষয়ক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি যৌথভাবে আয়োজন করে ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বৈঠকে বিএমবিএ, বিএপিএলসি, বিজিএমইএ, ডিসিসিআই, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনসহ পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা অংশ নেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে অনেক সমস্যা রয়ে গেছে—যেগুলো সমাধান না করলে ভালো কোম্পানিগুলো বাজারে আসবে না। দরজা-জানালা বন্ধ থাকা অবস্থায় রুলস দিয়ে সমাধান আসে না। তাই রুলস চূড়ান্ত হওয়ার আগেই আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করতে হবে।

তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারের পরিধি বাড়াতে হলে মানসম্মত ও নতুন নতুন আইপিও আনা জরুরি। বর্তমানে বাজারে ভালো কোম্পানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম, যা দীর্ঘমেয়াদে বাজারের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে।

মমিনুল ইসলাম জোর দিয়ে বলেন, ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্তির জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। রুলস এমন হতে হবে, যা কোম্পানিগুলোকে বাজারে আসতে উৎসাহ দেবে, নিরুৎসাহিত করবে না।

বৈঠকে অংশগ্রহণকারীরা পুঁজিবাজারকে গতিশীল করতে করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version