প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, গোপনে নয়-খোলামেলা ও সবার সামনে অনুষ্ঠিত এমন একটি নির্বাচন চাই, যা জনগণ নিজের চোখে দেখতে পারে। রাতের অন্ধকারে আর কোনো নির্বাচন দেখতে চাই না।’

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, বরং দেশের প্রতিটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রা টিকিয়ে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রবাসী বাংলাদেশিদের জন্যও ভোটের ব্যালটের ব্যবস্থা করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, আমি সাংবাদিকদের সহযোগিতা চাই এবং পাশে পেতে চাই। সংবাদ সংগ্রহে কোনো বাধা সৃষ্টি করতে চাই না; বরং সাংবাদিকদের পার্টনার হিসেবে পাশে রাখতে চাই।

সভায় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে ৬ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র‍্যাব-৮ এর কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে স্থানীয় পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি।

Share.
Exit mobile version