দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দুষ্টচক্রের দখলে রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এই দুষ্টচক্রের দখলমুক্ত করতে নতুন নীতিমালা ও নিয়মাবলী করছে। এতে শিগগির সমাজসেবী ও শিক্ষানুরাগীরা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আবার নিঃস্বার্থভাবে অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

বুধবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা আলিয়া মাদরাসার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের ধনী ও সমাজসেবী ব্যক্তিদের বড় ভূমিকা ছিল। এলাকাবাসী মিলে স্কুল-কলেজের উন্নয়নে কাজ করতেন। কিন্তু পরবর্তীতে রাজনীতির দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে নেওয়ায় সমাজসেবীরা নিরুৎসাহিত হয়েছেন। ফলে শিক্ষার উন্নয়নকাজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন, এবং দায়িত্ব মূলত সরকারের কাঁধে পড়ে গেছে।

অধ্যাপক আবরার আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা সাফল্যপ্রাপ্ত শিক্ষার্থীরাও অ্যালামনাই হিসেবে এগিয়ে আসতে পারতেন। কিন্তু রাজনৈতিক দখলের কারণে তারা নিজেদের গুটিয়ে নিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান এখন অনেক ক্ষেত্রে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যক্তিগত নিয়ন্ত্রণে চলে গেছে।

তিনি যোগ করেন, ‘সেজন্য আমরা নতুন নীতিমালা ও নিয়ম করছি, যাতে প্রকৃত সমাজসেবী ও শিক্ষানুরাগীরা আবার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে পারেন। আশা করি, খুব শিগগিরই এর ফল আমরা দেখতে পাব।’

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version