রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম নতুন রেকর্ড গড়েছে। টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বর্তমানে এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল মাত্র ২০০ থেকে ২২০ টাকা।

তবে শীতকালীন সবজির মধ্যে আগাম শিমের দাম কমেছে। শনিবার শিমের কেজি ২৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা শুক্রবারের তুলনায় ৪০ টাকা কম। অন্যান্য সবজির দাম আগের মতোই আছে।

রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, কাঁচা পেঁপে এখনও সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে, প্রতি কেজি ২৫-৩০ টাকায়। কচুরমুখি ৬০ টাকা, শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দল ৬০–৭০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচুরলতি ৯০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা এবং বরবটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল ও পটল ৮০ টাকায়, করলা ১০০ টাকা, উস্তা ১২০ টাকা, কাকরোল ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০–৭০ টাকা, লাউ ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

এক গোপীবাগের সবজি বিক্রেতা জানান, পাইকারি বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হওয়ার ফলে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

শাকের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। পুঁইশাক প্রতি আঁটি ৪০–৫০ টাকা, কুমার শাক ৫০–৬০ টাকা, লালশাক ২৫–৩০ টাকা, কলমি শাক ২০ টাকা, পালংশাক ৪০ টাকা, পাটশাক ৩০ টাকা, কচুশাক ৩০ টাকা, মুলা শাক ২৫ টাকা এবং ডাঁটা শাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের এই পরিস্থিতি দেখাচ্ছে, বৃষ্টির কারণে শাকসবজি ও মরিচের সরবরাহ সীমিত হওয়ায় দাম বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ ভোক্তার বাজার ব্যয়ের ও পর সরাসরি প্রভাব ফেলছে।


ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version