রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে হঠাৎ আগুন লেগেছে। তবে এটি কোনো নাশকতা নয়-গাড়ির কাজ করার সময় ব্যাটারির সংযোগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, গাড়ির মেরামতের কাজ চলার সময় হঠাৎ ব্যাটারির সংযোগ এক হয়ে যায়, সেখান থেকেই আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কেউ আহত হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা মিস্ত্রির অসাবধানতার কারণেই গাড়িতে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে গাড়িটির সামান্য ক্ষতি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version