অন্তর্বর্তী সরকারের দেওয়া নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার অভিযোগ, এই অনুমোদন প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক আচরণ হয়েছে।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নুর বলেন, ‘শুনেছি এনসিপির দুই নেতার নামে দুটি টেলিভিশনের অনুমোদন দেওয়া হয়েছে। যাদের নামে লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের আমি চিনি। নিজেদের সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তারা, সেখানে টেলিভিশন পরিচালনা করবেন কীভাবে?’
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় স্পষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক আচরণ রয়েছে। যারা এখন ক্ষমতায় আছেন, তাদেরই এর দায় নিতে হবে।’
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ওয়ান-ইলেভেন পরবর্তী সরকারের মতো দুর্নীতির বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো কঠোর অবস্থান দেখা যায়নি। বরং পুরোনো ধাঁচে ভাগ-বাঁটোয়ারা, নিয়ন্ত্রণ ও স্বজনপ্রীতির চিত্রই আবারও ফুটে উঠছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সরকার দুটি নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেয়- ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। এর মধ্যে ‘নেক্সট টিভি’র লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, যিনি পূর্বে একটি ইংরেজি দৈনিকে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। অন্যদিকে ‘লাইভ টিভি’র লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।
ম্যাংগোটিভি/আরএইচ

