মোবাইল, মোবাইল এক্সেসরিজ, গ্যাজেট ও আইটি পণ্যের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড–এর অফিসিয়াল ডিলার হিসেবে যুক্ত হয়েছে গাজীপুরের মাওনার ‘কিং ডট কম’। এই পার্টনারশিপের মাধ্যমে মাওনা ও আশপাশের এলাকার গ্রাহকদের জন্য আরও উন্নতমানের পণ্য ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ডিলারশিপ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ তৌফিকুল ইসলাম বলেন, ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড একটি মোবাইল, মোবাইল এক্সেসরিজ, গ্যাজেট এবং আইটি পণ্য ডিস্ট্রিবিউশন কোম্পানি। বর্তমানে প্রতিষ্ঠানটি শিনজি (XINJI), মিব্রো (Mibro), ইউগ্রিন (UGREEN) ও ইডব্লিউএ (EWA) ব্র্যান্ডের পণ্য বাজারজাত করছে।

তিনি আরও জানান, খুব শিগগিরই বাজারে আসছে আইপ্রো (IPRO) মোবাইল, যা ম্যাংগোর ডিলারদের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ম্যাংগো ব্র্যান্ডের নিজস্ব এক্সেসরিজও ইতোমধ্যে বাজারে সহজলভ্য রয়েছে।

তিনি বলেন, ছয়টি ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গাজীপুরের মীরের বাজার এলাকায় অবস্থিত ইশা মোবাইল সেন্টারকে-ও নির্বাচিত করা হয়েছে।

ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড জানায়, তাদের সব পণ্যের ক্ষেত্রে ছয় মাসের ওয়ারেন্টি সুবিধা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত সবাই সম্মিলিতভাবে ব্র্যান্ডগুলোকে বাজারে প্রতিষ্ঠিত করা এবং গ্রাহকদের উন্নত ও নির্ভরযোগ্য সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই পার্টনারশিপের ফলে মাওনা ও মীরের বাজার ও আশপাশের এলাকার গ্রাহকরা এখন এক জায়গাতেই শিনজি, মিব্রো, ইউগ্রিন, ইডব্লিউএ, ম্যাংগো এবং আইপ্রো মোবাইলের অফিসিয়াল পণ্য বেস্ট প্রাইস ও বিশ্বস্ত সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

Share.
Exit mobile version