২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বিপক্ষে দারুণ এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে লাল–সবুজদের ১–০ গোলের জয়ে উৎসব ছড়িয়ে পড়েছে সারাদেশে। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—ঘোষণা করেছেন জাতীয় দলকে ২ কোটি টাকা পুরস্কার।

ম্যাচের শুরু থেকে আক্রমণভাগে ধারাবাহিক চাপ দিয়ে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে আসে জয়সূচক গোল-দারুণ মুভমেন্টে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তরুণ মোরসালিন। এরপর ম্যাচে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করে ভারত, তবে মাঝমাঠে হামজা চৌধুরীর নেতৃত্বে শক্ত রক্ষণ, শৃঙ্খলিত ডিফেন্স এবং গোলরক্ষকের দৃঢ়তায় তাদের সব সুযোগই রুখে দেয় বাংলাদেশ।

২০০৩ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ২–১ গোলের পর দীর্ঘ দুই দশকের ব্যবধানে এটিই বাংলাদেশের প্রথম জয়। মোট ৩০ বার মুখোমুখি লড়াইয়ে এটি বাংলাদেশের চতুর্থ জয়।

হামজা চৌধুরী, সামিতসহ নতুনদের আগমনে দলের খেলার ধরণে এসেছে দৃশ্যমান পরিবর্তন। সাম্প্রতিক ম্যাচগুলোয় হংকংয়ের সঙ্গে ড্র, নেপালের বিপক্ষে দুর্ভাগ্যজনক ড্র এবং শেষ মুহূর্তে হারের অভিজ্ঞতার পর এই জয়ে ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে নতুন আত্মবিশ্বাস।

ঐতিহাসিক এ জয়ের পর ২ কোটি টাকার পুরস্কারের ঘোষণা পুরো রাতটিকে আরও উৎসবমুখর করে তুলেছে। জাতীয় দল থেকে সমর্থকদের হৃদয়-সব জায়গায় এখন লাল-সবুজের জয়ের আনন্দে উচ্ছ্বাস।

Share.
Exit mobile version