ঢাকাবাসীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী রোববার (২০ অক্টোবর) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। সকাল ও রাতে আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে মেট্রোরেল চলাচলের সময়। এছাড়া, নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের সূত্র জানিয়েছে, চলাচলের সময় ও ট্রিপ বাড়ানোর লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল পরিচালনা করা হচ্ছিল। এরপর মঙ্গলবার (১৫ অক্টোবর) এক বৈঠকে সময়সূচি বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়, যা আগে ছিল সকাল ৭টা ৩০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে, আগে যা ছিল রাত ৯টা ৪০ মিনিটে। শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে, আগে যা ছিল বেলা ৩টা। শুক্রবার রাতেও চলবে আধা ঘণ্টা বেশি।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, যাত্রীসেবার মান বাড়াতে আমরা ধাপে ধাপে সময় ও ট্রিপ সংখ্যা বাড়াচ্ছি। এরই অংশ হিসেবে রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় চালানো হবে। তবে ট্রিপ বাড়ানোর জন্য আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল চালাতে হবে।”

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো যাত্রীদের জন্য নির্ভরযোগ্য ও সময়মতো চলা একটি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। যাত্রীদের চাহিদার ভিত্তিতে আমরা সেবার পরিধি বাড়িয়ে চলেছি।

সূত্রে আরও জানা গেছে, ১৫ নভেম্বরের মধ্যে বাড়তি ট্রিপ চালু হতে পারে। বর্তমানে একটি ট্রেন চালাতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। নতুন ট্রিপ যুক্ত হলে প্রতি ঘণ্টায় আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে, ফলে যাত্রীচাপ কমবে।

এই সময়সূচি বৃদ্ধির সিদ্ধান্তে সন্তুষ্ট অনেক যাত্রী। তারা বলছেন, সকালে অফিস ধরতে বা রাতে ফেরার সময় ট্রেন মিস করার ভয় ছিল—এখন সেই সমস্যা কিছুটা কমবে।

বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। প্রতিদিন হাজারো যাত্রী এই রুটে যাতায়াত করেন। সময়নিষ্ঠতা ও আরামদায়ক পরিবহনের কারণে মেট্রোরেল ইতোমধ্যে ঢাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ডিএমটিসিএল জানিয়েছে, সময় ও ট্রিপ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে নতুন কিছু স্টেশন চালুর পরিকল্পনাও রয়েছে। পর্যাপ্ত কোচ, চালক ও কারিগরি প্রস্তুতির ভিত্তিতে ধাপে ধাপে এই সেবার পরিসর আরও বাড়ানো হবে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version