শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস রচনা করেছেন মুশফিকুর রহিম। বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৩তম সেঞ্চুরি, যা তাকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শতকের তালিকায় মুমিনুল হকের পাশে এনে দাঁড় করিয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মিরপুরে ২১৪ বল খেলে ১০৬ রানে থামে তার ইনিংস।

মুশফিকের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ২১০ বলে ১০৮ রানের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলেন লিটন দাস। মুশফিক আউট হওয়ার পর কিছুক্ষণ বাদেই সেঞ্চুরি তুলে নেন লিটনও—টেস্ট ক্যারিয়ারের ৫২ ম্যাচে এটি তার পঞ্চম শতক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৮৭ রান।

দিনের শুরুতে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে খেলতে নামে টাইগাররা। মুশফিকের সেঞ্চুরি পূরণে প্রয়োজন ছিল মাত্র ১ রান। সেই অপেক্ষা কাটে দিন শুরুর ৮তম বলেই। তবে সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি। বাঁহাতি স্পিনার হামফ্রিসের একটি অতিরিক্ত বাউন্স হওয়া টার্নিং বলে ব্যাট ছুঁয়ে ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে—এক হাতে দারুণ ক্যাচ নেন বলবার্নি। ৫টি চারের বিনিময়ে তার ১০৬ রানের ইনিংসটি শেষে হয়।

আউট হওয়ার আগেই ইতিহাস গড়ে নিয়েছিলেন মুশফিক। আউট হওয়ার পর আইরিশ ক্রিকেটাররাও তাকে হাত মিলিয়ে সম্মান জানান।

প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে শততম ম্যাচে সেঞ্চুরি করা অত্যন্ত বিরল কীর্তি। এর আগে মাত্র ১০ জন ক্রিকেটারই এমন অর্জন করেছিলেন। তালিকায় রয়েছেন কলিন কাউন্ড্রে, জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, ইনজামাম উল হক, রিকি পন্টিং (দুই ইনিংসেই সেঞ্চুরি), গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট (ডাবল সেঞ্চুরি) ও ডেভিড ওয়ার্নার (ডাবল সেঞ্চুরি)।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version