আসন্ন জাতীয় নির্বাচন-২০২৬–এর দ্বিতীয় টিজার প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (৭ নভেম্বর) রাতে এই টিজারটি মুক্তি পায়।
টিজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানি খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, আমরা এমন সরকার চাই না, যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না।
ভিডিওটিতে আরও বলা হয়, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ দেখতে চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি শুক্রবার রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত রোববার (২ নভেম্বর) প্রকাশিত হয়েছিল জাতীয় নির্বাচনের প্রথম টিজার। সেখানে গুমের শিকারদের পরিবারের পক্ষে কাজ করা ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সকল নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রথম টিজারে বলা হয়েছিল, বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। দেশের চাবি আপনার হাতে— ভোট দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।
দ্বিতীয় টিজার প্রকাশের মাধ্যমে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রচারণা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হলো।

