কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে ইউনিয়ন বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই নেতার নাম হাসান মোল্লা (৪৫)। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এবং আকর মোল্লার ছেলে।

আহতের ছোট ভাই রাকিব হোসেন জানান, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে তার ভাই ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার পেটের ডান পাশে লাগে। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কেরানীগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে স্বজনরা জানিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version