পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বড় ধরনের মুনাফা হ্রাসের মুখে পড়েছে। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯৫ শতাংশ কমে গেছে, যা বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে মাত্র ৫ পয়সা। গত বছরের একই সময় এ আয় ছিল ১ টাকা ৬ পয়সা।

এছাড়া, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক- অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত— ব্যাংকটির মোট ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৪ পয়সা। অর্থাৎ, নয় মাসে ব্যাংকটির আয়ে বড় ধরনের পতন ঘটেছে।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৯ পয়সা।

বাজার বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে সুদহার নীতির পরিবর্তন, আমানত-ঋণের ভারসাম্যহীনতা এবং খেলাপি ঋণের চাপ মুনাফা কমার পেছনে ভূমিকা রাখতে পারে।

Share.
Exit mobile version