সংগীতের আকাশে তার নামটা সবসময় উজ্জ্বল-তাহসান খান। নব্বই দশকের শেষভাগে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর ভোকালিস্ট হিসেবে যাত্রা শুরু করেছিলেন তিনি, পরবর্তীতে একক শিল্পী ও ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের মাধ্যমে জনপ্রিয়তা শিখরে পৌঁছান। সাম্প্রতিক বছরে নিয়মিত ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ হিসেবে কনসার্টে পারফর্ম করে চলেছেন। তবে এবার তিনি ঘোষণা দিয়েছেন, মানুষের ভালোবাসা নিয়ে নিজেকে গুটিয়ে নেবেন।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ভিভোর নতুন ফোন লঞ্চিং ইভেন্টের মঞ্চে দাঁড়িয়ে তাহসান জানান, ‘ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই ভালো।’
তিনি বলেন, একজন সঙ্গীতশিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। যা তাকে অনুপ্রাণিত করেছিল। আর সব পেশাতেই অবসর রয়েছে। আর তাইতো তিনি চান মানুষ তাকে ভুলে যাওয়ার আগেই তিনি গানের দুনিয়া থেকে অবসর নিতে। তাহসান বলেন, ‘একজন শিল্পীর জীবনকাল কম হলেও, তার তৈরি করা ‘আর্ট’ তার বিদায়ের পরেও থেকে যেতে পারে’।
তাহসানের এই সিদ্ধান্ত কেবল একটি ব্যক্তিগত অধ্যায়ের সমাপ্তি নয়; এটি একটি বার্তা, যে শিল্পীর তৈরি করা ‘আর্ট’ তাঁর বিদায়ের পরও মানুষের মনে বাস করবে। তাঁর ভক্তরা হয়তো মিস করবেন সেই সুরম্য কণ্ঠ, তবে তাহসানের অন্তর থেকে আসা ভালোবাসা ও সৃষ্টিশীলতা চিরকালই স্মৃতির পাতায় টিকে থাকবে।
ম্যাংগোটিভি/আরএইচ
