আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চেয়ারপারসন তারেক রহমান দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন এবং দলীয় মনোনয়নপ্রত্যাশীদের দিকনির্দেশনা দিচ্ছেন। তিনি নির্দেশ দিয়েছেন-মনোনয়ন যাকে দেবে, তার হয়ে কাজ করতে হবে; সেখানেই বিভক্তি নয়, ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়ন হবে।

রোববার (২৬ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে যুক্ত হন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভার সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন আহসান উদ্দিন খান শিপন, ব্যারিস্টার রুমিন ফারহানা, শেখ মো. শামীম ও তরুন দে। শিপন জানান, সভায় ‘সাংগঠনিক শহর নানা বিষয়ের’ আলোচনা হয়েছে। তিনি বলেন, তিনি (তারেক রহমান) সবার কথাই শুনেছেন। পাশাপাশি বলেছেন—যে মনোনয়ন পাবেন, তাকেও সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং যদি কোনো ব্যত্যয় ঘটে, তার পাত্তা নেওয়া হবে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা-এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তারেক রহমান ভার্চুয়ালি মতবিনিময়ে যুক্ত হবেন। দলের সিদ্ধান্ত মোতাবেক, এই বৈঠকে কোনো নেতাকর্মী বা অনুসারী অংশগ্রহণ করবেন না-কে নিজে উপস্থিত থাকবে, এটাই শর্ত।

Share.
Exit mobile version