মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর পাঁচ মিনিট পর, রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনএসসি) জানিয়েছে, প্রথম ভূকম্পনের মাত্রা ছিল ৩.৫ এবং দ্বিতীয়টির মাত্রা ৩.৩। উভয়টির উৎপত্তিস্থল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী অঞ্চল।

প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪.৮৩০° এন, ৯২.১৮০° ই, গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির অবস্থান ২৪.৭৯০° এন, ৯২.২১০° ই, গভীরতা ৩০ কিলোমিটার।

এ ছাড়া, এর কয়েক মিনিট আগে রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর ম্যান্ডালয়ে, শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।

Share.
Exit mobile version