সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান অনেক মানুষ। ফেসবুকে একাধিক ব্যবহারকারী জানান, সিলেট নগরী ও আশপাশের এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওইদিন রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার এবং রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করায় বিশেষজ্ঞরা এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Share.
Exit mobile version