আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই ব্যবস্থায় ইতোমধ্যে ৯১ হাজার ৮৯৮ জন প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭৭ হাজার ১৪০ জন পুরুষ ও ১৪ হাজার ৭৫৮ জন নারী।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এসব জানা যায়।

এবারই প্রথম প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে পারছেন-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন দায়িত্বে থাকা কর্মকর্তারা।

এই ব্যবস্থায় ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করছেন। মোট ৪০টির বেশি দেশে এ সুবিধা পাওয়া যাচ্ছে।

ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট পেপার। ভোটার ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবেন। এতে বিদেশে থেকেও প্রবাসীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ইসি ৫০ লাখ প্রবাসীকে ভোটের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। সংশ্লিষ্টদের মতে, প্রবাসীদের এমন উৎসাহজনক অংশগ্রহণ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version