সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আইনজীবী শিশির মনির অভিযোগ করেছেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এখন কি গুন্ডামি করার সময়? গুন্ডামি করে কি নির্বাচন করা যাবে? ২০২৬ সালের নির্বাচন কি গুন্ডামির নির্বাচন হবে?’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মিডিয়া সেলে সরাসরি লাইভে এসে এসব কথা বলেন শিশির মনির।
তিনি বলেন, নির্বাচনি দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের মাঠপর্যায়ে সক্রিয় হতে হবে। শুধু অফিসে বসে থাকলে বাস্তব পরিস্থিতি বোঝা যাবে না। ছদ্মবেশে ভোটারদের সঙ্গে কথা বলা, গোয়েন্দা তৎপরতা জোরদার করার মাধ্যমে কারা ভোটারদের ভয় দেখাচ্ছে তা চিহ্নিত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
ভোটারদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে শিশির মনির বলেন, ভোটারদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি প্রস্তাবও দেন জামায়াত প্রার্থী। তিনি বলেন, দলীয় পদে থাকা ব্যক্তিদের প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব থেকে বাদ দিয়ে নিরপেক্ষভাবে কর্মকর্তাদের তালিকা করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পকেট ক্যামেরা দেওয়ার দাবি জানান তিনি, যাতে ভোটকেন্দ্রে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা রেকর্ড থাকে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, ‘নিয়ম-শৃঙ্খলার বেড়াজালে আবদ্ধ হয়ে নির্বাচন নষ্ট করবেন না। যদি সত্যিকার অর্থে একটি সুষ্ঠু নির্বাচন চান, তাহলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অন্তত তিন দিন আগে থেকেই সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’
ম্যাংগোটিভি /আরএইচ

