রাজধানীতে ভূমিকম্পে হতাহতদের পরিবারকে জরুরি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। নিহতদের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহতদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা প্রদান করা হবে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আহত ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসকের সুপারিশ অনুযায়ী সহায়তা দেওয়া হবে। পরিবারের সদস্য, পরিচর্যাকারী বা নিকটাত্মীয় ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করে সহায়তা গ্রহণ করতে পারবেন।
সহায়তার জন্য যোগাযোগ: ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুম +৮৮০১৭০০৭১৬৬৭৮
এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, গভীরতা মাত্র ১০ কিলোমিটার।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে চারশোর বেশি মানুষ। বিভিন্ন এলাকায় ভবন, দেয়াল ও রেলিং ধসে হতাহতের ঘটনা ঘটে।
ঢাকা জেলা প্রশাসন বলেছে, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এই সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

