এশিয়া কাপের সুপার ফোরে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। এই ম্যাচের জয়ের পরই প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছে ভারত। বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৫১ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেললেও তা দলের জন্য যথেষ্ট হয়নি। পারভেজ হোসেন ইমন ছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪১ রানে হারের ফলে টাইগারদের ফাইনালে উঠতে হলে পাকিস্তানকে জয় করতে হবে।
ভারতের হয়ে অভিষেক শর্মা ৩৭ বলে ৭৫ রান করেন, এতে ৬ চার ও ৫ ছক্কা ছিল। পাশে ছিলেন শুভমান গিল (২৯) ও হার্দিক পান্ডিয়া (৩৮)। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৩-০-২৭-২ উইকেট নিয়ে সেরা ছিলেন। মোস্তাফিজ, তানজিম শাকিব ও সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।
বাংলাদেশের ব্যাটিংয়ে তানজিদ মাত্র ১ রান করে আউট হন। পারভেজ ইমন ২১ রান যোগ করেন, কিন্তু একমাত্র সাইফ হাসান ৫১ বলে ৬৯ রানের ইনিংস খেলে দলের জন্য লড়াই করেন। এছাড়া হৃদয় (৭), শামীম (০), জাকের আলী (৪) ও সাইফউদ্দিন (৪) বেশি অবদান রাখতে পারেননি। ভারতের কুলদীপ যাদব ৩ উইকেট নেন ১৮ রানে, বুমরাহ ২/১৮ এবং বরুণ চক্রবর্তী ২/২৯। শেষ ওভারে তিলক ভর্মাও একটি উইকেট নেন।
শেষ পর্যন্ত ভারতের স্পিন-ঘূর্ণির সামনে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ টিকে থাকতে পারেনি। সাইফ হাসানের লড়াকু ইনিংস দলের জন্য যথেষ্ট হয়নি। এই জয়ের মাধ্যমে ভারতের ফাইনালের পথ আরও মজবুত হয়েছে, আর বাংলাদেশের ফাইনালে ওঠার জন্য সমীকরণ প্রায় অসম্ভবের দিকে চলে গেছে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (অভিষেক ৭৫, পান্ডিয়া ৩৮, গিল ২৯; রিশাদ ২/২৭, তানজিম ১/২৯, মোস্তাফিজ ১/৩৩, সাইফউদ্দিন ১/৩৭)
বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১২৭ (সাইফ ৬৯, পারভেজ ২১; কুলদীপ ৩/১৮, বুমরাহ ২/১৮)
ফলাফল: ভারত ৪১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: অভিষেক শর্মা

