পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে—ভারতীয় গণমাধ্যমের এমন দাবির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যাই কিছু ঘটুক না কেন, ভারতীয় গণমাধ্যম সবসময় আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। কিন্তু এই দাবি বিশ্বাস করার মতো কোনো কারণ নেই। কোনো সেনসিবল মানুষ এটা বিশ্বাস করবে না।”
তিনি আরও বলেন, বাংলাদেশ কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বা সহযোগিতা প্রদানকারী রাষ্ট্র নয়। দেশটির মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন।
এর আগে গতকাল সোমবার (১০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন নিহত ও অনেকে আহত হন। ঘটনাটির পর থেকেই ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ওই ঘটনার পর ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদনে দাবি করে, পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাঈদ ভারতের ওই হামলার ছক বাংলাদেশ থেকে করেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতীয় গণমাধ্যমের ওই তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার পরিচয়।
এদিকে দিল্লি বিস্ফোরণের একদিন পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এই দুই ঘটনার পর ভারত ও পাকিস্তানজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

