ভোজ্যতেলের দাম একতরফাভাবে বাড়ানোর যে সিদ্ধান্ত ব্যবসায়ীরা নিয়েছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, সরকারকে পাশ কাটিয়ে নীরবে দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানোর বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কিছুই জানতো না। আধা ঘণ্টা আগে আমরা বিষয়টি জেনেছি। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্রিত হয়ে এই কাজ করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও জানান, গতকালই টিসিবির জন্য ৫০ লাখ লিটার সয়াবিন তেল ও এক কোটি লিটার রাইস ব্রান তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যা বাজারদরের চেয়ে প্রায় ২০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। তাহলে বাজারে ২০ টাকা বেশি দামে তেল বিক্রির কোনো যৌক্তিক কারণ দেখি না, বলেন তিনি।
ব্যবসায়ীরা আইন লঙ্ঘন করলে কী ব্যবস্থা নেওয়া হবে-এমন প্রশ্নে তিনি বলেন, নিশ্চয়ই ব্যবস্থা নেব। কেন নেব না? আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সব নেব।
নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে তিনি মন্তব্য করেন, নিয়ন্ত্রণ আছে কি নেই, সেটা আমাদের পদক্ষেপেই দেখতে পাবেন।
ভোজ্যতেল ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন বলেছে, দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় বা ট্যারিফ কমিশনের অনুমতি লাগে না। তবে এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, এটা তাদের বক্তব্য। আমরা ওই কথা একনলেজ করি না।
রমজান সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, সকল পণ্যেরই ভালো প্রস্তুতি রয়েছে। আমদানি পর্যায়ে গতবারের চেয়েও বেশি এলসি খোলা হচ্ছে। সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হবে না। তিনি জানান, ইতোমধ্যে চিনির দাম কমছে, ডালের দাম কমেছে, ডিমের দাম কমেছে-আরও কিছু পণ্যের দাম কমবে বলেও আশা প্রকাশ করেন।

