বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজের শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব কলেজে সর্বোচ্চ সাতজন শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কলেজে শুধু অনার্স চালু আছে সেখানে পাঁচজন শিক্ষক এবং অনার্সের পাশাপাশি মাস্টার্স কোর্স চালু থাকলে সাতজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।
সভায় উপস্থিত একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু রয়েছে, সেখানে একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন-এ নিয়ম পূর্ব থেকেই বিদ্যমান।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনার্স পর্যায়ের কলেজে পাঁচজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন, আর একই কলেজে মাস্টার্স থাকলে অতিরিক্ত দুজন শিক্ষক এই সুবিধা পাবেন।

