বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন-এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সেই জল্পনায় সিলমোহর দিলেন তিনি নিজেই।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেবি বাম্পের ছবি শেয়ার করেন সোনম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মামাস ডে আউট’। এতে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দেয় অভিনেত্রীর মাতৃত্বের সুখবর।

ছবিতে দেখা যায়, বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সম্পূর্ণ ভিন্ন এক অন্তঃসত্ত্বা লুকে ধরা দিয়েছেন সোনম। কালো হাই-নেক ক্রপ টপের সঙ্গে ডাবল-কলার ব্লেজার এবং পেনসিল-ফিট ম্যাক্সি স্কার্টে স্পষ্টভাবে ফুটে উঠেছে তাঁর প্রেগন্যান্সি কার্ভ। গলায় হীরার লকেট দেওয়া হার, আঙুলে একাধিক আংটি ও হাতে নামী ব্র্যান্ড ‘হার্মিস’-এর কালো ব্যাগে সম্পূর্ণ হয়েছে লুকটি।

মেকআপেও ছিল পরিমিত আভিজাত্য-শিমারি আইশ্যাডো, উইংড আইলাইনার ও ন্যুড লিপস্টিকে নজর কাড়েন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২২ সালে সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজার ঘরে আসে প্রথম সন্তান বায়ু। সন্তানের যত্নে সে সময় থেকেই অভিনয়জগত থেকে খানিকটা দূরে রয়েছেন সোনম। দ্বিতীয় সন্তানের আগমনের খবরে ফের শুভেচ্ছায় ভাসছেন বলিউডের এই ফ্যাশন আইকন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version