নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়ে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটির পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি চেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শুক্রবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তামিম বলেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সেগুলো অত্যন্ত গুরুতর। যদি সেগুলো সত্য হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু একজন জাতীয় ক্রিকেটার বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারও প্রতিই এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

তদন্ত নিয়ে তিনি আরও লেখেন, বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। এতে পক্ষপাতিত্বের কোনো সুযোগ থাকবে না।”

তিনি জোর দিয়ে বলেন, এই কমিটি দ্রুত গঠন করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা দরকার। তদন্ত শেষে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সম্প্রতি নারী জাতীয় দলের পরিবেশ নিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম। এ প্রসঙ্গে তামিম বলেন, একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেগুলো যাচাই না করেই উড়িয়ে দেওয়া উচিত নয়। বিসিবি যেভাবে দ্রুত বিষয়টি অস্বীকার করেছে, তা কাম্য নয়।

নারী ক্রীড়াবিদদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তামিম বলেন,আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব-যারা যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, তারা যেন সাহস নিয়ে মুখ খোলেন। দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটি অত্যন্ত প্রয়োজন। আমি ও আমাদের সবাই আপনাদের পাশে আছি।

তিনি সতর্ক করে বলেন, যদি জাহানারার অভিযোগের যথাযথ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা খেলাধুলায় আসতে ভয় পাবে। আমরা সেটা হতে দিতে পারি না।

Share.
Exit mobile version