দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার আলোচনায় সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিবকে আবারও জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে। পাশাপাশি তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বোর্ডের পক্ষ থেকে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে হোম ও অ্যাওয়ে—উভয় ধরনের সিরিজ খেলতে পারবেন কি না, তা জানতে চাওয়া হয়। সাকিব ইতিবাচক সাড়া দেওয়ায় তাকে জাতীয় দলে ফের বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাকিব আল হাসান সর্বশেষ গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে মাঠে নামেন। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে ক্যারিয়ার শেষ করতে চাইলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারেননি।
সাকিবের বিরুদ্ধে জুলাই আন্দোলনে একটি হত্যা মামলা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা চলমান রয়েছে। তবে এ বিষয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করে বোর্ড পরিচালক আসিফ আকবর বলেন, এসব বিষয় সরকারের এখতিয়ারভুক্ত।
তিনি বলেন, ‘সাকিবের ব্যক্তিগত বা আইনগত বিষয়গুলো সরকার দেখবে। বোর্ডের পক্ষ থেকে আমরা শুধু একজন ক্রিকেটার হিসেবে সাকিবকে বিবেচনা করছি। আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় তাকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।’
আসিফ আকবর আরও বলেন, ‘সাকিব দেশে এসে অবসর নিতে চায়-এটা তার ব্যক্তিগত ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড। এমন খেলোয়াড় আমরা হয়তো আগামী ১০০ বছরেও পাব না। সংসদ সদস্য হওয়ার আগেও সে বাংলাদেশের হয়ে খেলেছে, বুকের ওপর দেশের নাম নিয়ে মাঠে নেমেছে। সেই সম্মান রেখেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি জানান, ভবিষ্যতে সাকিবের বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিলে তা সরকারের সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হবে। বিসিবির মূল লক্ষ্য জাতীয় দলের জন্য একজন অভিজ্ঞ ও বিশ্বমানের খেলোয়াড়কে পাওয়া।
সাকিবকে ঘিরে বিসিবির এই সিদ্ধান্তে ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়-আইনগত ও রাজনৈতিক বাস্তবতায় সাকিবের মাঠে ফেরা কতটা বাস্তবায়িত হয়।

