বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের একদিন না যেতেই পরিবর্তন এসেছে বোর্ডের গঠনে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালকদের মধ্যে একজনের নাম বদল করেছে সংস্থাটি।

প্রথমে এনএসসি থেকে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইশফাক আহসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হলে তার মনোনয়ন প্রত্যাহার করে নেয় এনএসসি।

তার পরিবর্তে নতুন করে এনএসসি রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে।

রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশের শীর্ষ দুই টেলিকম অপারেটর গ্রামীণফোন ও এয়ারটেল-এ সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

সূত্র জানায়, বিসিবিতে যোগদানের পর নারী ক্রিকেট বিভাগের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে রুবাবা দৌলার।

এই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিচালনা পর্ষদে অভিজ্ঞ ক্রীড়া প্রশাসক এবং বেসরকারি খাতের নেতৃত্বদানের অভিজ্ঞতাসম্পন্ন একজন নারী যুক্ত হলেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version