ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল।

রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাফা এলাকায় হামাসের এক হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। পরে ইসরায়েল-সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষে আরও দুই সেনা সদস্য প্রাণ হারায়।

তবে হামাস দাবি করেছে, রাফায় এমন কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয়। হামাসের বক্তব্য অনুযায়ী, ইসরায়েল কোনো উসকানি ছাড়াই গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যেখানে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হন।

দিনের শেষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, “রাজনৈতিক নির্দেশনার আলোকে এবং গাজায় একাধিক অভিযানের পর প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। যা হামাসই প্রথম ভঙ্গ করেছিল।”

এর আগে, গত সোমবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। কিন্তু এরপরও প্রায় প্রতিদিনই গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

রোববার ইসরায়েল ঘোষণা দিয়েছিল, গাজায় মানবিক সহায়তা বা ত্রাণ সরবরাহ বন্ধ করবে, তবে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে কি না—সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল

Share.
Exit mobile version