আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত কোনো ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন এবার কারও পক্ষপাতিত্ব বরদাশত করবে না। কমিশন আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে নয়। বিতর্কিত কোনো লোক নির্বাচনী দায়িত্বে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইন মেনে, সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন আমাদের প্রধান লক্ষ্য।’

এ সময় আওয়ামী লীগের স্থগিত কার্যক্রম ও এনসিপিকে প্রতীক বরাদ্দ প্রসঙ্গেও কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে, তাই নির্বাচনে অংশগ্রহণসহ সব ধরনের কার্যক্রমও স্থগিত। আর এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশনের তালিকায় উক্ত প্রতীক না থাকায় আপাতত তা বরাদ্দ দেয়া সম্ভব নয়।’

এর আগে শনিবার (১৮ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকবে না: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

Share.
Exit mobile version