রাজশাহীতে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার মামলায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গ্রেফতার আসামি লিমন মিয়াকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এ ঘটনায় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা ব্যাখ্যা দিতে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালত।
শনিবার (১৫ নভেম্বর) আদালত এ নির্দেশ জারি করেন। আগামী ১৯ নভেম্বর আরএমপি কমিশনারকে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ হেফাজতে থাকা আসামিকে ভিকটিমকে দোষারোপ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া আইন ও নিয়মবহির্ভূত। এ কারণে আদালত কমিশনারকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, কয়েক দিন আগে রাজশাহীর এক বিচারকের বাসায় ঘটে ভয়াবহ হামলার ঘটনা। এতে বিচারকের ছেলে নিহত হন এবং স্ত্রী গুরুতর আহত হন। পরে লিমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু হেফাজতে থাকার পরও তাকে গণমাধ্যমে বক্তব্য দিতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দেয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

