বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর যৌথ উদ্যোগে বিএসইসি কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী “বেসিক ওরিয়েন্টেশন অব সিকিউরিটিজ মার্কেট অপারেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলা এই কর্মশালার আয়োজন করে ডিএসই ট্রেনিং একাডেমি। এতে অংশ নেন বিএসইসি’র সহকারী পরিচালক/সমমান ও পিও/সমমান পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) ড. মোঃ আসিফুর রহমান, বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান, এবং উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।
ড. আসিফুর রহমান বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিএসই’র কাজের ধরন, প্রযুক্তিগত সক্ষমতা ও বাজার পরিচালনার শক্তিশালী দিকগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন। গত পাঁচ থেকে ছয় বছরে ডিএসই-তে কোনো সার্ভিস ডিসরাপশন হয়নি, যা আমাদের প্রযুক্তিগত দক্ষতা ও টিমওয়ার্কের ফল।
তিনি আরও বলেন, বাজারের কাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে বিএসইসি ও ডিএসই-কে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। উভয় প্রতিষ্ঠানের সাম্প্রতিক ইতিবাচক পরিবর্তন পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করতে সহায়তা করবে।
বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বিএসইসি ও ডিএসই’র মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। যারা পুঁজিবাজারে কাজ করছেন, তাদের দায়িত্ব বাজারের উন্নয়নে বাস্তব অবদান রাখা।
প্রথম দিনে সৈয়দ আল আমিন রহমান পুঁজিবাজারের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, মার্কেট অপারেশন, প্রবৃদ্ধি ও ভূমিকা বিষয়ে আলোচনা করেন। পরবর্তী সেশনগুলোতে ডিএসই’র বিভিন্ন বিভাগের প্রধানরা রেগুলেটরি, মার্কেট ডেভেলপমেন্ট, কোম্পানি অ্যাফেয়ার্স, ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস এবং আইসিটি বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।
