পুঁজিবাজারে শেয়ারের প্রাথমিক ইস্যু (আইপিও) সংক্রান্ত নতুন নীতিমালার খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। খসড়ার নাম ‘বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিস) রুলস, ২০২৫’।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়াটি কমিশনের ওয়েবসাইটে (https://sec.gov.bd ) প্রকাশ করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সুধীজনদের কাছ থেকে মতামত, পরামর্শ ও আপত্তি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
খসড়াটি সরাসরি ডাউনলোড করা যাবে এই লিংকে।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নীতিমালা পুঁজিবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


