বিশ্বখ্যাত প্রাণীবিদ, প্রাইমাটোলজিস্ট ও পরিবেশ আন্দোলনের অগ্রদূত ড. জেন গুডঅলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার প্রিয় বন্ধু ড. জেন গুডঅলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত জেন শান্তি, টেকসই উন্নয়ন, ন্যায়বিচার এবং পৃথিবীর সব প্রাণের পারস্পরিক সম্পর্কের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। প্রকৃতি আজ তার অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠস্বরকে হারালো।

বাংলাদেশের সঙ্গে জেন গুডঅলের দীর্ঘ সম্পর্কের কথাও স্মরণ করেন ইউনূস। নব্বইয়ের দশকে বাংলাদেশ সফরে এসে তিনি গ্রামীণ ব্যাংকের নারীর ক্ষমতায়ন কার্যক্রম প্রত্যক্ষ করেছিলেন এবং পরে সেই অভিজ্ঞতাকে আফ্রিকা ও বিশ্বের বিভিন্ন স্থানে কাজে লাগান।

অধ্যাপক ইউনূস স্মৃতিচারণ করে বলেন, ‘তিনি আমাদের দেশের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন এবং আমাদের কাজের প্রশংসা করেছেন। সম্প্রতি জুন ২০২৫-এ অনুষ্ঠিত সামাজিক ব্যবসা দিবসেও তিনি বক্তব্য রেখেছিলেন।’

প্রধান উপদেষ্টা বলেন, জেন শুধু তাকে নয়, কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন। ‘তোমার আত্মা শান্তিতে থাকুক, জেন। পৃথিবী তোমাকে গভীরভাবে মিস করবে।’

শিম্পাঞ্জি নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত জেন গুডঅল মৃত্যুকালে ৯১ বছর বয়সী ছিলেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version