বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এজন্য দেশে বন্ডের চাহিদা বাড়াতে হবে। বন্ড মার্কেটের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একসঙ্গে কাজ করছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে আয়োজিত এক সেমিনারের প্রথম সেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের যৌথ আয়োজন করে বিএসইসি ও ডিএসই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের আর্থিক খাতে এখনও ব্যাংকের আধিপত্য বেশি। অন্যদিকে বীমা খাতের ভূমিকা তুলনামূলকভাবে খুবই কম। অথচ উন্নত দেশগুলোতে অর্থায়নে বন্ড মার্কেটই প্রধান ভূমিকা রাখে। তাই বাংলাদেশের আর্থিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি বন্ডের চাহিদা বেশি থাকলেও করপোরেট বন্ড মার্কেটের অবস্থা এখনও দুর্বল। পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে অর্থায়নে করপোরেট বন্ড হতে পারে কার্যকর সমাধান। এজন্য পেনশন ফান্ড ও প্রভিডেন্ট ফান্ডকে বন্ডে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে হবে।

Share.
Exit mobile version