২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। ফল ঘোষণা করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন।
পাসের হার কমেছে
এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ। গত বছর (২০২৪) পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ— অর্থাৎ এবার পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কয়েকটি স্থগিত পরীক্ষা পরবর্তী সময়ে সম্পন্ন হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ফলে ফলাফলের অপেক্ষায় ছিলেন সোয়া ১২ লাখেরও বেশি শিক্ষার্থী।
বোর্ডভিত্তিক অংশগ্রহণ
ঢাকা বোর্ড: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী বোর্ড: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লা বোর্ড: ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোর বোর্ড: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রাম বোর্ড: ১ লাখ ৩৫ হাজার ১৩৫ জন, বরিশাল বোর্ড: ৬১ হাজার ২৫ জন, সিলেট বোর্ড: ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুর বোর্ড: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন, ময়মনসিংহ বোর্ড: ৭৮ হাজার ২৭৩ জন।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (আলিম) পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৯ হাজার ৬১১ জন।
ম্যাংগোটিভি/আরএইচ

