রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম আসামিপক্ষ ও দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. মঈনুল হাসান।
এর আগে চলতি বছরের ৩১ জুলাই মামলাটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একাধিক মামলার একটিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৭ জন আসামি রয়েছেন। অন্য দুটি মামলায় রয়েছে আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিকসহ আরও অনেকে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, পূর্বাচল আবাসিক প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন। দুদক গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে এই অভিযোগে। মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।
ম্যাংগোটিভি / আরএইচ

