হবিগঞ্জের দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরী প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে চেপে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ঘুমিয়ে যাওয়ায় গাড়িটি গভীর রাতে ঢাকায় পৌঁছালে পড়েন বিপাকে।
মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় ওই কিশোরীকে উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে নেওয়া হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বাসের যাত্রীরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, কিশোরী বাড়ি না জানিয়ে হবিগঞ্জ থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুরে নামতে ব্যর্থ হন। বাসের যাত্রীদের বের হওয়ার পর বাসে একা থাকায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি।
পরিস্থিতি দেখে বাসের স্টাফ এবং যাত্রীরা তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। এরপর একজন যাত্রী ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, কিশোরীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকায় এলে মেয়েটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ জানিয়েছে, কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটার আগে কিশোরী নিরাপদে উদ্ধার করা হয়েছে।

