দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান ১১তম গ্রেড (১২,৫০০–৩০,২৩০ টাকা) থেকে উন্নীত করে ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) উন্নীত করা হলো। এই গ্রেডে প্রধান শিক্ষকরা গেজেটেড কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এটি কার্যকর হবে।

এর আগে গত ১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে এক কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন পৌনে চার লাখের বেশি। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি হলেও বর্তমানে কর্মরত আছেন ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।

শিক্ষক সংগঠনগুলোর মতে, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় প্রাথমিক শিক্ষায় প্রশাসনিক দক্ষতা ও দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ম্যাংগোটিভি আরএইচ

Share.
Exit mobile version