বর্তমান প্রশাসনে যদি দলীয় লোকজন থেকে যায়, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (২২ অক্টোবর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশের সর্বক্ষেত্রে চরমভাবে দলীয়করণ হয়েছে। প্রশাসনের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বর্তমান প্রশাসনে যারা দলীয়ভাবে নিয়োগ পেয়েছেন, তাদের সরিয়ে দিতে হবে—নইলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন তাদের জমিদারি চিরস্থায়ী; কিন্তু ৫ আগস্টের পর অনেকের মানসিকতা বদলাতে শুরু করেছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এখন এর অন্তর্ভুক্ত প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বিএনপি ক্ষমতায় এলে পরিবেশ সংরক্ষণের উদ্যোগ হিসেবে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।

Share.
Exit mobile version