অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালকের অনুমোদনে এই পরিবর্তন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের নিবন্ধন অনুবিভাগ থেকে এ তথ্য জানা গেছে। যদিও ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয় গত ফেব্রুয়ারিতেই।

এনআইডি ডাটাবেইজ অনুযায়ী, ড. ইউনূস এতদিন ভোটার ছিলেন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায়। তবে বর্তমানে তিনি ভোটার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড, অর্থাৎ ঢাকা-১৭ আসনের গুলশান-২ এলাকার ঠিকানায়।

সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি ঠিকানা পরিবর্তনের জন্য লিখিত আবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে ১৭ ফেব্রুয়ারি এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর তার আবেদন অনুমোদন করেন। পরদিন, ১৮ ফেব্রুয়ারি, আনুষ্ঠানিকভাবে ভোটার এলাকার পরিবর্তন কার্যকর হয়।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version