নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে আগামী ১৬ নভেম্বর (রবিবার) পর্যন্ত সময়সীমা দিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।

দলগুলোর জোটে রয়েছে-বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

সংবাদ সম্মেলনে যৌথভাবে জানানো হয়, আগামী শুক্রবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল হবে এবং রবিবার সকাল ১১টায় শীর্ষ নেতাদের বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জোটের নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব। আমরা সাক্ষাৎ চেয়েছি, আশা করি তিনি আলোচনার পথ খুলে দেবেন।’

তিনি আরও বলেন, ‘শাটডাউনের নামে নাশকতা ও বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। আমরা এসব অরাজকতা চাই না। সরকারকে সহায়তা করেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চাই।’

এ সময় নাশকতা প্রতিরোধে রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জোটের নেতারা।

জামায়াতসহ ৮ দলের পাঁচ দফা দাবি:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন;
আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু;
সবার জন্য সমান সুযোগ রেখে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন;
আওয়ামী লীগ সরকারের সময়কার জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার;
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

Share.
Exit mobile version