১৯৮৩ সালের ২৫ জুন-সেই দিনটি ভারতের ক্রিকেট ইতিহাসে ছিল এক অবিস্মরণীয় দিন। কপিল দেবের নেতৃত্বে পুরুষ দল প্রথমবার লর্ডসে বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় সূচনা করেছিল। ৪২ বছর পর, ২০২৫ সালের ২ নভেম্বর, সেই ইতিহাস নতুন করে লিখলেন হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন নারী ক্রিকেট দল।

রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৯৮ রান। স্মৃতি মান্ধানা (৪৫) ও শেফালি ভার্মার (৮৭) ঝোড়ো ইনিংসে গড়া ভিত্তির ওপর শেষদিকে দীপ্তি শর্মা (৫৮) ও রিচা ঘোষের (৩৪) দাপুটে ব্যাটিংয়ে তিনশোর কাছাকাছি পৌঁছে যায় দলটি। দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গা খাকা ৩ উইকেট নেন।

২৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা একসময় লরা উলভার্টের শতকে (১০১) জয়ের আশা দেখলেও দীপ্তি শর্মার ঘূর্ণিতে ধসে পড়ে তাদের ইনিংস। শেষ পর্যন্ত ২৪৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট নিয়ে ভারতের ঐতিহাসিক জয়ের নায়ক হন দীপ্তি।

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা। এই জয়ে ভারতীয় নারী দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করে নতুন ইতিহাস গড়লো।

Share.
Exit mobile version