নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাচাঁনী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পাচাঁনী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় হামিদ আলী গ্রুপের সদস্য হিসেবে পরিচিত পাচাঁনী এলাকার মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল ইসলাম জিয়াকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version