পুঁজিবাজারে সফলভাবে বিনিয়োগ করতে হলে টেকনিক্যাল এনালাইসিস জানা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক অধ্যাপক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.)।

তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাইস মুভমেন্ট, ভলিউম অব ট্রেডসহ অন্যান্য উপাদানের ওপর ভিত্তি করে এটি তৈরি হয়। শুধু ফান্ডামেন্টাল এনালাইসিস নয়, টেকনিক্যাল এনালাইসিসও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার (৫ নভেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত চার দিনব্যাপী ‘বেসিক টেকনিকাল এনালাইসিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং রিসোর্স পারসন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর উপস্থিত ছিলেন।

ডিএসই পরিচালক আরও বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও তথ্যভিত্তিক সিদ্ধান্তই একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে পারে।’

চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় টেকনিক্যাল এনালাইসিস প্ল্যাটফর্ম, টেকনিক্যাল ইনডিকেটর, ট্রেডিং সিস্টেম, মার্কেট এনালাইসিস, রিস্ক ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সিনিয়র পোর্টফোলিও অ্যানালিস্ট মুস্তফা জাইন উদ্দিন এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের গবেষণা বিভাগের প্রধান মো. হাসিব রেজা।

Share.
Exit mobile version