পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এখন থেকে যে কোনো এক দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং যৌথভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদের ইয়ামামা প্যালেসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’তে স্বাক্ষর করেন।

চুক্তিতে বলা হয়েছে, দুই দেশের নিরাপত্তা জোরদার করা, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং যৌথ প্রতিরোধশক্তি বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির ভিত্তিতেই এ চুক্তি হয়েছে।

চুক্তি স্বাক্ষরের আগে পাকিস্তান প্রধানমন্ত্রীর জন্য গার্ড অব অনার ও বিশেষ সম্মান প্রদর্শন করে সৌদি সরকার। রিয়াদে পৌঁছালে শাহবাজ শরীফকে সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমান আকাশসঙ্গী হয়ে অভ্যর্থনা জানায়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি পাকিস্তানের জনগণের অগ্রগতি কামনা করেন। পাল্টা শুভেচ্ছা জানান শাহবাজ শরীফও।

বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের কৌশলগত দিক, সামরিক সহযোগিতা ও সাধারণ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

এই সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শাহবাজ শরীফের সঙ্গে ছিলেন। সূত্র: ডন

Share.
Exit mobile version